চাঁদ লাগে না তুমি থাকলে
চাঁদ লাগে না তুমি থাকলে ******************** সেই রাতে চাঁদ ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই তুমি ছিলে পাশে। সেই চাঁদে আলো ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই আমার […]
চাঁদ লাগে না তুমি থাকলে ******************** সেই রাতে চাঁদ ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই তুমি ছিলে পাশে। সেই চাঁদে আলো ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই আমার […]
নীল দরিয়া ******************* তোমার আমার নীল দরিয়া নীল হলো না, লাল হয়ে যায়, প্রেমের গোলাপ যায় মরিয়া, ঘ্রাণ হলো না, শুকিয়ে হায়। লালের মাঝে নীল খুঁজি না, তোমার কঠিন মন বুঝি না, শুকনো প্রেমে ঝোল […]
তুমিতো আমার নও ******************************** তুমিতো আমার নও, ছিলেনা কখনো, তবে ভয় কিসের? এখানে আলো নেই, ছিলনা কখনো, তবে ভয় কিসের? কাতব্যের ভয়ে সহসা উৎকন্ঠা জাগে, তবে ভালবাসা কিসের? নিরেট আঁধার কাটে ভোরের অগ্রভাগে, তবে ভয় […]
স্পর্শের সীমানায় অধরা, তুমি অমোঘ নিয়তি, স্পর্শের সীমানায়, নিশীথের বীনার সুরে নিশাচর ছায়ার ঠিকানায়, দোদুল্যমান প্রেমিকের বোতাম খোলা বুকের জানালায়, তুমি অধরা, পালিয়ে বেড়াও আমার রক্তিম কথামালায়। follow the author here #আশিকমজুমদার কপিরাইটঃ আশিক মজুমদার © ২০২৩। […]
ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি ধূসর, ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি অবেলায় শৃঙ্খল ভেঙ্গে হৃদয়ের কাছাকাছি মেতেছো কি খেলায়। স্বপ্নচারিনী তুমি হৃদয় বিহারিণী, মম প্রাণেরও হাসি, একেলা পরান কেঁদেছে ব্যাকুল ভাল যে তোমারে বাসি। […]
কবিতা তুমি বলে দিও তারে কবিতা, তুমি উড়ে যাও তার কাছে, তার খোলা চুলের ঘ্রাণ নিয়ে বলে দিও, অরণ্যর বুকে এখনো ভালবাসা আছে, তার চোখে চোখে রেখে তারে বলে দিও। এলোমেলো মেঘের আড়ালে পাহাড়ের ধারে, […]
নিশ্চুপ জানালায় নিস্তব্ধ রাত্রি নিশ্চুপ জানালায়, একা বসে আমি ভাবি নিরালায়, ঘুমের শক্তি যন্ত্রনাময় ভারী, আচম্বিতে তোমারে নিয়াছে কাড়ি। ২৪/ডিসেম্বর/২০১৭ রাত ১০:৪৯ follow the author here #আশিকমজুমদার কপিরাইটঃ আশিক মজুমদার © ২০১৭ । সর্বস্বত্ব সংরক্ষিত। probhat.com এ […]
যোজন ক্রোশ যোজন যোজন ক্রোশ দুরে তুমি অথচ হৃদয় গহীনে, হাত বাড়ালেই হাতের নাগাল অথচ তোমার বিহনে, আলোড়িত মন উথাল পাতাল, মনের নীরব মিলনে। মেঘ সরে যায় ধোঁয়ার ভীড়ে প্রেম মরে যায় কুঞ্জনীড়ে, তোমার হৃদয় […]
ধু ধু প্রান্তর আর হাহাকার ধু ধু প্রান্তর আর হাহাকার ক্ষুধা আর শীতের অত্যাচার, বুভুক্ষু চোখ দুরে চেয়ে রয়, আশা বুকে মায়ের কষ্ট হয়, কিভাবে সয়? ক্ষুধার্ত শিশুর আর্ত চিৎকার। ২৬/ডিসেম্বর/২০০৭ […]