Rose - Ashique Mojumder

তুমিতো আমার নও

********************************

তুমিতো আমার নও, ছিলেনা কখনো,

তবে ভয় কিসের?

এখানে আলো নেই, ছিলনা কখনো,

তবে ভয় কিসের?

কাতব্যের ভয়ে সহসা উৎকন্ঠা জাগে,

তবে ভালবাসা কিসের?

নিরেট আঁধার কাটে ভোরের অগ্রভাগে,

তবে ভয় কিসের?

তুমিতো হারিয়েছিলে যুগের শুরুতে,

কারো বাহুডোরে, নিবিড় আলিঙ্গনে,

আমিতো পারিনি তখন তোমাকে ফেরাতে,

তবে আর ভয় কিসে প্রেমের রণাঙ্গনে?

কেউ যদি বলে কিছু তাতে কিবা আসে যায়,

তুমিতো আমার নও, ছিলেনা কখনো,

তবে কেন বোকা মন তোমাকেই পাশে চায়?

তুমিতো আমার নও? ছিলেনা কখনো।

জানুয়ারী ৫, ২০১৮। শান্তিনগর, ঢাকা।


কপিরাইটঃ লেখক © ২০১৭। সর্বস্বত্ব সংরক্ষিত।
probhat.com এ প্রকাশিত যেকোন লেখা প্রভাতের পূর্ব অনুমতি ব্যাতিত অন্যত্র প্রকাশ করা কিংবা অন্য যেকোন মাধ্যমে কপি পেস্ট করা বাংলাদেশ কপিরাইট আইন দারা নিষিদ্ধ।
প্রভাতে প্রকাশিত সমস্ত লেখা বাংলাদেশ কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। প্রভাত একটি বাংলা সাহিত্য বিষয়ক ওয়েব সাইট। এই ওয়েব সাইটে প্রকাশিত সমস্ত লেখা লেখকের ব্যাক্তিগত সম্পদ। লিখিত অনুমতি ব্যতিরকে এই সাইটের কোন লেখা কপি করা, পরিবর্তন করা, পরিমার্জন করা, ছাপানো ইত্যাদি সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয়। প্রভাতের সাথে যোগাযোগ করতে চাইলে লিখুন এই ঠিকানায় admin@probhat.com