ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি

ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি   ধূসর, ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি অবেলায় শৃঙ্খল ভেঙ্গে হৃদয়ের কাছাকাছি মেতেছো কি খেলায়। স্বপ্নচারিনী তুমি হৃদয় বিহারিণী, মম প্রাণেরও হাসি, একেলা পরান কেঁদেছে ব্যাকুল ভাল যে তোমারে বাসি। […]

ছেঁড়া ফুল

ছেঁড়া ফুল   ফুল ছিঁড়ে পিষে পদপিষ্ট, সুবাস হারিয়েছে নেই অবশিষ্ট, নিথর দেহখানি শুধু পথে শুয়ে, লুটেপুটে শিয়াল কুকুরে খেয়ে, আছে পড়ে শুধু তাতে স্মৃতি উচ্ছিট।   ২৬/ডিসেম্বর/২০০৭     কপিরাইটঃ লেখক © ২০১৭। সর্বস্বত্ব সংরক্ষিত। […]

দ্বিধাহীন যাত্রা

man on mountain against sky

দ্বিধাহীন যাত্রা দ্বিধাহীন অনন্ত যাত্রার পথে, কে গিয়াছে পদে, কে গিয়াছে রথে, কেহ নাকো জানে হায়, হবে কার কি উপায়, উৎকীর্ণ কণ্টক সমারোহে অসীমের যাত্রা, উৎসর্গে মহতীরুপে জীবনের মাত্রা। ০২/ডিসেম্বর/২০০৫ কপিরাইটঃ আশিক মজুমদার  © ২০১৭। […]