নিথর আত্মা

person sleeping beside dead leaves

********** ভিতরে ভিতরে আমিতো মরে গেছি সেই কবেই।  এই চলমান শরীরের খাঁচা বয়ে বেড়ায়  নিথর আত্মা। তুমি একটু ভালবাসো বলেই হঠাৎ মৃত এই হৃদয়টা একটু জেগে ওঠে। তোমার মুখের ঐটুকু ছোট্ট মিথ্যে আমাকে মরে যেতে […]

আমি তোমার হবো

long exposure photography of water drop

আমি রোদ হবো। রোদ হয়ে তোমায় ছোঁবো। তোমার সারা গা ছুঁয়ে আমি নীরবে মিশে যাবো তোমার প্রতিটি রোমকুপে,  তোমার প্রতিটি স্নায়ু অনুভব করবে আমার উষ্ণতা। আমি বৃষ্টি হবো। বৃষ্টি হয়ে তোমায় ভেজাবো। তোমার সারা গা […]

সেদিন তোমার চোখের জল

blue lotus flower in bloom

সেদিন তোমার চোখের জল অঝোর ধারায় দুগাল বেয়ে ঢল নামালেও  লাভ হবেনা কিছুই। কারন সেদিন তোমায় একলা একলা চুপিসারে নিজেই নিজের অন্ধকারে গোপন গোপন  ভালবাসার মানুষটা আর ফিরবে না। তখন তারে হাজার ডেকেও লাভ হবে […]

নীল পদ্মের পত্র

flower with bright petals growing in garden

নীল পদ্মের পত্র ********************* আমি আকাশের বুক চিরে তোমার জন্য নিয়ে এসেছি জোছনার মায়াবী আলো। একরাশ নীলপদ্ম তুলে এনেছি অতল বিলের টলটলে জলে ডুব দিয়ে। যোজন যোজন ক্রোশ পথ নগ্ন পায়ে পাড়ি দিয়েছি একটি সদ্য […]

ডু আই ইভেনএগজিস্ট?

selective focus photography of leaves with water drop

কবিঃ আশিক মজুমদার ডু আই ইভেন এগজিস্ট।। আমি এখানে নেই আমি ওখানেও নেই তোমার হাসিতে নেই, অশ্রুতে নেই, স্মৃতিতেও নেই, আমি এখানে নেই। ডু আই ইভেন এগজিস্ট।। ডু আই ইভেন এগজিস্ট ।। একদিন ভোরের পাখির […]

আমার অন্ধকার চোরাকুঠুরি

crop woman lighting candle in dark room

কবিঃ আশিক মজুমদার প্রতিদিন ফোঁটায় ফোঁটায় মরছি আমি। আমার অন্ধকার চোরাকুঠুরির নিকষ কালো অমানিষার  কোন খোঁজ তুমি নাও নি।  তোমার ঘ্রাণ আজো বাতাসে ভাসে,  তোমার স্মৃতি নিয়ে আমার নিজের অন্ধকারে আমি একা মোমবাতি জ্বালিয়ে লিখতে […]

এসো ধনাত্মক হই

photo of women s hands

বেশীরভাগ মানুষ যারা দেখবে শুধু হায় আফসোস করে, তাদের মুল সমস্যা হলো দুটি।  প্রথমত, এরা গতকাল তাদের কি ছিল কিংবা ছিলনা, এবং আগামীকাল তাদের কি থাকবে কিংবা থাকবে না এটা নিয়েই বেশী চিন্তা করে। গতকাল […]