আমার প্রিয় বন্ধুগণ,
বলতো কে আছে এমন যে কখনো কোন টক্সিক মানুষের খপ্পরে পড়েনি? এরা কি করে জানো? এরা সব সময় তোমার সাথে বসে অন্যের নামে কুৎসা করে, আবার অন্যদের কাছে গিয়ে তোমার নামে কুৎসা করে। এরা তোমার জীবন থেকে তোমরা জীবনীশক্তিটাই কেড়ে নেয়। আমি আজ তোমাদের সাথে তোমাদের জীবন থেকে টক্সিক ব্যক্তিদের সরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলতে চাই, যা তোমাদের ভালো থাকা এবং ব্যক্তিগত বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।
প্রথম কাজটি হলো, তোমার আশেপাশে কারা আছে যারা সবসময় নেতিবাচক কথা বলে, তাদেরকে আইডেন্টিফাই করো, এবং তাঁদের ব্যাপারে সচেতন হও। আমি বলছি না তাদেরকে এভয়েড করো। বরং বলছি তাঁদের ব্যাপারে সচেতন হও। এরা প্রচুর নাটকিয়তা পছন্দ করে, সারাক্ষণ শুধু অন্যের বদনাম করে, আর চেষ্টা করে তোমাকে ম্যানিপুলেট করতে। এদের সাথে তোমার কথা হয়তো বলতেই হবে, সম্পর্ক রাখতেই হবে, তবে তুমি যখন সচেতনতার সাথে এদের সাথে মিশবে, তুমি জানবে এরা তোমায় ম্যানিপুলেট করতে পারে, ফলে তুমি এদের সাথে আলাপের সময় সাবধান থাকবে এবং আলাপের ঠিক পরেই এরা যা বলেছিল সব ভুলে যাবে। এদের সাথে তুমি কতটুকু মিশবে তার একটা বাউন্ডারি সেট করে ফেলো।
পরের কাজটি হলো কাদের সাথে মিশবে সেটা ঠিক করা। এবার তুমি আইডেন্টিফাই করো সেসব মানুষদের যারা তোমার কথা মনোযোগ দিয়ে শোনে। নিজের কথা বলার চেয়ে তোমার কথা শুনতে বেশী গুরুত্ব দেয়। যারা তোমাকে সবসময় অনুপ্রেরণা দেয়, তোমার সফলতার স্বীকৃতি দেয়, তোমার মন খারাপ হলে তোমাকে চিয়ার আপ করে, তুমি ভেঙ্গে পড়লে তোমাকে উৎসাহ দেয়, তোমার কঠিন সময় গুলতে তোমার পাশে থাকে, তোমার হয়ে ফাইট করে। এমন মানুষের সাথে থাকো যারা আন্তরিকভাবে তোমাকে সফল এবং সুখী দেখতে চায়।
শেষ কাজটি হলো, সেলফ রেকপেক্ট তৈরি করো। নিজের মূল্য তোমার নিজেকেই তৈরি করতে হবে। তুমি নিজে যখন বুঝবে তোমার মূল্য কতখানি, তখন তোমার সফলতা কেউ আটকাতে পারবে না, এবং কোন দুষ্টুলোক এসে তোমাকে “তুমি কোন কাজের না” টাইপের কথাবার্তা বলে তেমন একটা জুত করতে পারবে না। নিজেকে খুশি করার জন্য কাজ করবে, তোমার সব কাজেই যারা শুধু ছিদ্র অন্বেষণ করে তাঁদের কে খুশি করার চেষ্টা বৃথা। তারা খুশি হবে না। মনে রাখবে, এইসব লোকেদের থেকে পরিত্রাণ পাওয়া হয়তো অসম্ভব, কিন্তু তুমি যদি নিজের একটা গণ্ডী তৈরি করতে পার, নিজেকে ভালবাসতে পারো, নিজেকে সম্মান করতে পারো, তোমার এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। তুমি পারবে, কারণ তুমি খুব ভাল, তুমি সেরা।
#আশিকমজুমদার
#২_পয়সার_বানী