নিথর আত্মা

person sleeping beside dead leaves

********** ভিতরে ভিতরে আমিতো মরে গেছি সেই কবেই।  এই চলমান শরীরের খাঁচা বয়ে বেড়ায়  নিথর আত্মা। তুমি একটু ভালবাসো বলেই হঠাৎ মৃত এই হৃদয়টা একটু জেগে ওঠে। তোমার মুখের ঐটুকু ছোট্ট মিথ্যে আমাকে মরে যেতে […]

সেদিন তোমার চোখের জল

blue lotus flower in bloom

সেদিন তোমার চোখের জল অঝোর ধারায় দুগাল বেয়ে ঢল নামালেও  লাভ হবেনা কিছুই। কারন সেদিন তোমায় একলা একলা চুপিসারে নিজেই নিজের অন্ধকারে গোপন গোপন  ভালবাসার মানুষটা আর ফিরবে না। তখন তারে হাজার ডেকেও লাভ হবে […]

নীল পদ্মের পত্র

flower with bright petals growing in garden

নীল পদ্মের পত্র ********************* আমি আকাশের বুক চিরে তোমার জন্য নিয়ে এসেছি জোছনার মায়াবী আলো। একরাশ নীলপদ্ম তুলে এনেছি অতল বিলের টলটলে জলে ডুব দিয়ে। যোজন যোজন ক্রোশ পথ নগ্ন পায়ে পাড়ি দিয়েছি একটি সদ্য […]

পরকীয়া

পরকীয়া আশিক মজুমদার ********************************** বউটা থাকে রান্নাঘরে গায়ে ঝোলের গন্ধ, প্রেমিকাটা রোজ মাখে সেন্ট লাগে নাতো মন্দ। বউ চলে যায় বাপের বাড়ি, রান্না করে ভাত, প্রেমিকা খায় কেএফসিতে অফিস ফিরতি রাত। বউএর পেটটা মোটা অনেক […]

চাঁদ লাগে না তুমি থাকলে

Chad lage na tumi thakle

চাঁদ লাগে না তুমি থাকলে ******************** সেই রাতে চাঁদ ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই তুমি ছিলে পাশে।   সেই চাঁদে আলো ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই আমার […]

তুমি ভুল বুঝেছো

তুমি ভুল বুঝেছো ****************** তুমি ভুল বুঝেছো। অরণ্যর বুকে ভালবাসা বৃক্ষ, ডাল ছড়াবে, আকাশ ফুঁড়বে, তবু তোমাকে চাইবে না। দশ বছরের ভালবাসা, দশটা দিনেই শেষ? অরণ্য অনেক পুড়েছে, অরণ্য আর পুড়বে না। তুমি ভুল বুঝলে, […]

আমাকে হারাবে তুমি

আমাকে হারাবে তুমি ********************************************* অনিরুদ্ধ আকাশ আজ ভীষন ক্ষুদ্র লাগে, বিদীর্ণ হৃদয় জুড়ে বিবর্ণ ভালবাসা জাগে, আলো আসবে বলে গিয়েছিলে গহীন অন্ধকারে, ছিন্নভিন্ন রক্তাক্ত প্রেম লুকায় বন্ধদ্বারে। আমাকে হারাবে তুমি নীলাদ্রির অতল গহবরে, শহরের কাঁচ […]

স্পর্শের সীমানায়

স্পর্শের সীমানায় অধরা, তুমি অমোঘ নিয়তি, স্পর্শের সীমানায়, নিশীথের বীনার সুরে নিশাচর ছায়ার ঠিকানায়, দোদুল্যমান প্রেমিকের বোতাম খোলা বুকের জানালায়, তুমি অধরা, পালিয়ে বেড়াও আমার রক্তিম কথামালায়। follow the author here #আশিকমজুমদার কপিরাইটঃ আশিক মজুমদার  © ২০২৩। […]

ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি

ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি   ধূসর, ঘোলাটে কিছু স্মৃতির পাতায় তুমি অবেলায় শৃঙ্খল ভেঙ্গে হৃদয়ের কাছাকাছি মেতেছো কি খেলায়। স্বপ্নচারিনী তুমি হৃদয় বিহারিণী, মম প্রাণেরও হাসি, একেলা পরান কেঁদেছে ব্যাকুল ভাল যে তোমারে বাসি। […]

কবিতা তুমি বলে দিও তারে

কবিতা তুমি বলে দিও তারে কবিতা, তুমি উড়ে যাও তার কাছে, তার খোলা চুলের ঘ্রাণ নিয়ে বলে দিও, অরণ্যর বুকে এখনো ভালবাসা আছে, তার চোখে চোখে রেখে তারে বলে দিও। এলোমেলো মেঘের আড়ালে পাহাড়ের ধারে, […]