পরকীয়া

আশিক মজুমদার

**********************************

বউটা থাকে রান্নাঘরে
গায়ে ঝোলের গন্ধ,
প্রেমিকাটা রোজ মাখে সেন্ট
লাগে নাতো মন্দ।
বউ চলে যায় বাপের বাড়ি,
রান্না করে ভাত,
প্রেমিকা খায় কেএফসিতে
অফিস ফিরতি রাত।
বউএর পেটটা মোটা অনেক
হয়েছে দুই বাচ্চা,
প্রেমিকাটা দারুন সিলিম
নিজেই যেন বাচ্চা।
বউ করে রোজ খিটিরমিটির,
অত্যাচারে কাবু,
প্রেমিকাটার আদর ভারী
জান্টু সোনা বাবু।
রাত হলে বউ নাক ডাকে খুব
পিরিয়ডে ছুটি,
প্রেমিকাটা দারুণ সুইট
বিছানায় নেই জুটি।
এমনতরো বউ হলে কার
সংসারে মন বসে?
প্রেমিকাটা থাকতে আবার
অভাব আছে রসে?

এই যদি হয় স্বভাবরে তোর
শোনরে পুরুষ তবে,
একদিন সব হারাবে তোর
কেউ রবে না ভবে।
হোকনা যতই দেখতে খারাপ
মোটা কিংবা কালো,
জানিস ব্যাটা বউ ছাড়া কেউ
বাসবে না যে ভালো।
পরকীয়ায় থাকতে পারে
ক্ষণিক কালের মাজা,
রাখিস মনে একদিন তুই
ঠিকই পাবি সাজা।

———————–

পটভূমি এবং কবির কিছু কথাঃ

“ইদানীং সমাজে পরকীয়া একটি বিষাক্ত ব্যাধির মত ছড়িয়ে পড়েছে। সে ব্যাধিতে আক্রান্ত আমার পরিচিত মহলের কেউ কেউ। লক্ষণ খারাপ। খুবই খারাপ। কাছের এবং ভালবাসার মানুষদের এই পীড়ায় কাতরাতে দেখে মনটা বিচলিত হয়ে আছে। হয়তো আমার এই কবিতায় কারো কিছুই যায় আসে না, তবু চুপ করে বসে থাকার চেয়ে কিছু বলাটা মনে হয় ভাল।” – আশিক মজুমদার।

———————–
কপিরাইটঃ আশিক মজুমদার © ২০১৮। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে probhat.com এ। প্রভাতে প্রকাশিত যেকোন লেখা প্রভাতের কিংবা লেখকের পূর্ব অনুমতি ব্যাতিত অন্যত্র প্রকাশ করা কিংবা অন্য যেকোন মাধ্যমে কপি পেস্ট করা বাংলাদেশ কপিরাইট আইন দারা নিষিদ্ধ।

প্রভাতে প্রকাশিত সমস্ত লেখা বাংলাদেশ কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। প্রভাত একটি বাংলা সাহিত্য বিষয়ক ওয়েব সাইট। এই ওয়েব সাইটে প্রকাশিত সমস্ত লেখা লেখকের ব্যাক্তিগত সম্পদ। লিখিত অনুমতি ব্যতিরকে এই সাইটের কোন লেখা কপি করা, পরিবর্তন করা, পরিমার্জন করা, ছাপানো ইত্যাদি সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয়। প্রভাতের সাথে যোগাযোগ করতে চাইলে লিখুন এই ঠিকানায় admin@probhat.com