মা মেয়ের কথোপকথন

মা মেয়ের কথোপকথন

মা আর মেয়ের কথোপকথন চলছে:

মা: হ্যঁরে, বকুল কেমন আছে?
মেয়ে: না মা, ভালো নেই। ওর ডিভোর্স হয়ে যাচ্ছে।
মা: মন্টি কি বকুলকে ছেড়ে দেবে বলেছে?
মেয়ে: না মা, মন্টি কিছু বলেনি। জুলেখাকে নিয়ে পালিয়েছে!
মা: কি বলিস? জুলেখা মানে কাজের মেয়েটা?
মেয়ে: না মা, কাজের মেয়ে নাতো, মন্টির ড্রাইভার জুলমতের বউ।
মা: ছি ছি মন্টি এত জঘন্য! আচ্ছা পিকলুর পরীক্ষা শেষ হয়েছে?
মেয়ে: না মা, পিকলুতো পরীক্ষা দিতে পারেনি, চিকেন পক্স!
মা: ইস! পিকলুটা এবারো পারলনা! জরীর খবর কি?
মেয়ে: ওইযে মহল্লার মস্তান আছে না, বাবলু? জরী ওর প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি বলে জরীকে এসিড মেরে দিয়েছে।
মা: কেন সাড়া দেয়নি কেন?
মেয়ে: কিভাবে দেবে? জরীতো প্রেগনেন্ট

এইটুকু শোনার পর আমি আর শুনতে পারলাম না। বললাম, আন্টি, আপনার পরিবারেরতো দেখছি খুবই বিপদ চলছে। সবার জন্য বেশী বেশী দুয়া করেন। পাল্টা জবাবে আন্টি আমাকে যা বললেন তাতে আমার হার্ট এটাক হবার দশা!
“কি যে বল বাবা, আমার পরিবারের বিপদ হবে কেন? আমি তো মেয়ের কাছ থেকে সিরিয়ালের গত পর্বে কি দেখাল তা শুনছিলাম”
!!!!!!!!

#Ashique_Mojumder
#Copyright_2017
#Do_Not_Copy
#Share_if_you_like

মা মেয়ের কথোপকথন

 

 


কপিরাইটঃ লেখক © ২০১৭। সর্বস্বত্ব সংরক্ষিত।
probhat.com এ প্রকাশিত যেকোন লেখা প্রভাতের পূর্ব অনুমতি ব্যাতিত অন্যত্র প্রকাশ করা কিংবা অন্য যেকোন মাধ্যমে কপি পেস্ট করা বাংলাদেশ কপিরাইট আইন দারা নিষিদ্ধ।
প্রভাতে প্রকাশিত সমস্ত লেখা বাংলাদেশ কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। প্রভাত একটি বাংলা সাহিত্য বিষয়ক ওয়েব সাইট। এই ওয়েব সাইটে প্রকাশিত সমস্ত লেখা লেখকের ব্যাক্তিগত সম্পদ। লিখিত অনুমতি ব্যতিরকে এই সাইটের কোন লেখা কপি করা, পরিবর্তন করা, পরিমার্জন করা, ছাপানো ইত্যাদি সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয়। প্রভাতের সাথে যোগাযোগ করতে চাইলে লিখুন এই ঠিকানায় admin@probhat.com