সেদিন তোমার চোখের জল
সেদিন তোমার চোখের জল অঝোর ধারায় দুগাল বেয়ে ঢল নামালেও লাভ হবেনা কিছুই। কারন সেদিন তোমায় একলা একলা চুপিসারে নিজেই নিজের অন্ধকারে গোপন গোপন ভালবাসার মানুষটা আর ফিরবে না। তখন তারে হাজার ডেকেও লাভ হবে […]
সেদিন তোমার চোখের জল অঝোর ধারায় দুগাল বেয়ে ঢল নামালেও লাভ হবেনা কিছুই। কারন সেদিন তোমায় একলা একলা চুপিসারে নিজেই নিজের অন্ধকারে গোপন গোপন ভালবাসার মানুষটা আর ফিরবে না। তখন তারে হাজার ডেকেও লাভ হবে […]
নীল পদ্মের পত্র ********************* আমি আকাশের বুক চিরে তোমার জন্য নিয়ে এসেছি জোছনার মায়াবী আলো। একরাশ নীলপদ্ম তুলে এনেছি অতল বিলের টলটলে জলে ডুব দিয়ে। যোজন যোজন ক্রোশ পথ নগ্ন পায়ে পাড়ি দিয়েছি একটি সদ্য […]
কবিঃ আশিক মজুমদার প্রতিদিন ফোঁটায় ফোঁটায় মরছি আমি। আমার অন্ধকার চোরাকুঠুরির নিকষ কালো অমানিষার কোন খোঁজ তুমি নাও নি। তোমার ঘ্রাণ আজো বাতাসে ভাসে, তোমার স্মৃতি নিয়ে আমার নিজের অন্ধকারে আমি একা মোমবাতি জ্বালিয়ে লিখতে […]
তোমাকে ভালবেসে হারিয়েছি প্রবারনা, তোমার চুলের ঘ্রাণ, উষ্ণ স্পর্শ, এক পলকের দেখা, রিনিঝিনি হাসি বর্ষার ছন্দময় পদচারনা, বুকের ভেতর আগুন জালিয়ে আমায় করেছ একা। #আশিকমজুমদার কপিরাইটঃ আশিক মজুমদার © 2019। সর্বস্বত্ব সংরক্ষিত। probhat.com এ প্রকাশিত যেকোন […]
চাঁদ লাগে না তুমি থাকলে ******************** সেই রাতে চাঁদ ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই তুমি ছিলে পাশে। সেই চাঁদে আলো ছিল কি ছিলনা মনে নেই তাতে ক্ষতি কিছু নেই আমার […]
নীল দরিয়া ******************* তোমার আমার নীল দরিয়া নীল হলো না, লাল হয়ে যায়, প্রেমের গোলাপ যায় মরিয়া, ঘ্রাণ হলো না, শুকিয়ে হায়। লালের মাঝে নীল খুঁজি না, তোমার কঠিন মন বুঝি না, শুকনো প্রেমে ঝোল […]
তুমি ভুল বুঝেছো ****************** তুমি ভুল বুঝেছো। অরণ্যর বুকে ভালবাসা বৃক্ষ, ডাল ছড়াবে, আকাশ ফুঁড়বে, তবু তোমাকে চাইবে না। দশ বছরের ভালবাসা, দশটা দিনেই শেষ? অরণ্য অনেক পুড়েছে, অরণ্য আর পুড়বে না। তুমি ভুল বুঝলে, […]
তুমিতো আমার নও ******************************** তুমিতো আমার নও, ছিলেনা কখনো, তবে ভয় কিসের? এখানে আলো নেই, ছিলনা কখনো, তবে ভয় কিসের? কাতব্যের ভয়ে সহসা উৎকন্ঠা জাগে, তবে ভালবাসা কিসের? নিরেট আঁধার কাটে ভোরের অগ্রভাগে, তবে ভয় […]
আমাকে হারাবে তুমি ********************************************* অনিরুদ্ধ আকাশ আজ ভীষন ক্ষুদ্র লাগে, বিদীর্ণ হৃদয় জুড়ে বিবর্ণ ভালবাসা জাগে, আলো আসবে বলে গিয়েছিলে গহীন অন্ধকারে, ছিন্নভিন্ন রক্তাক্ত প্রেম লুকায় বন্ধদ্বারে। আমাকে হারাবে তুমি নীলাদ্রির অতল গহবরে, শহরের কাঁচ […]
স্পর্শের সীমানায় অধরা, তুমি অমোঘ নিয়তি, স্পর্শের সীমানায়, নিশীথের বীনার সুরে নিশাচর ছায়ার ঠিকানায়, দোদুল্যমান প্রেমিকের বোতাম খোলা বুকের জানালায়, তুমি অধরা, পালিয়ে বেড়াও আমার রক্তিম কথামালায়। follow the author here #আশিকমজুমদার কপিরাইটঃ আশিক মজুমদার © ২০২৩। […]