আলোছায়া গোধূলি বেলা
ধুলোওড়া মেঠোপথে,
রাখালের বাঁশী আর
উলঙ্গ বালকের খেলা।
লাস্যময়ী পুনমের হাসি,
দ্রুতলয়ে চলে যায়
ফসলের ভারে ন্যুজ
সুখী মুখি চাষী।
বাংলা রূপ দেখি,
দেখি আনন্দ চিত্তে,
কত শিশু অনাহারে,
শীতে গুটিসুটি,
কতলোক পাজেরোতে,
অহমিকা বৈভব বিত্তে,
কুকুরে পোলাও খায়
তাজা পাউরুটি,
ডাস্টবিনে অবুঝ শিশু
এঁটো খাদ্য খোঁজে,
প্রবীণ পথের ধারে
শিতে কাঁপে, চোখ বোজে।
১৭/ডিসেম্বর/২০০৫