crop woman lighting candle in dark room

কবিঃ আশিক মজুমদার

প্রতিদিন ফোঁটায় ফোঁটায় মরছি আমি।

আমার অন্ধকার চোরাকুঠুরির নিকষ কালো অমানিষার 

কোন খোঁজ তুমি নাও নি। 

তোমার ঘ্রাণ আজো বাতাসে ভাসে, 

তোমার স্মৃতি নিয়ে আমার নিজের অন্ধকারে আমি একা

মোমবাতি জ্বালিয়ে লিখতে বসি, 

কিন্তু কোথা থেকে তোমার ঘ্রাণ বয়ে নিয়ে আসে দমকা বাতাস, 

মোমবাতি নিভে যায়,

নিভে যায় আলো,

নিভে যায় আমার কঠিন পণ,

চোয়াল বেয়ে নেমে আসে অঝোর ধারায় তোমার স্মৃতি ।  

#আশিকমজুমদার 

 

 

#আশিকমজুমদার

 


কপিরাইটঃ আশিক মজুমদার  © ২০২৩। সর্বস্বত্ব সংরক্ষিত।
probhat.com এ প্রকাশিত যেকোন লেখা প্রভাতের পূর্ব অনুমতি ব্যাতিত অন্যত্র প্রকাশ করা কিংবা অন্য যেকোন মাধ্যমে কপি পেস্ট করা বাংলাদেশ কপিরাইট আইন দারা নিষিদ্ধ।
প্রভাতে প্রকাশিত সমস্ত লেখা বাংলাদেশ কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। প্রভাত একটি বাংলা সাহিত্য বিষয়ক ওয়েব সাইট। এই ওয়েব সাইটে প্রকাশিত সমস্ত লেখা লেখকের ব্যাক্তিগত সম্পদ। লিখিত অনুমতি ব্যতিরকে এই সাইটের কোন লেখা কপি করা, পরিবর্তন করা, পরিমার্জন করা, ছাপানো ইত্যাদি সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয়। প্রভাতের সাথে যোগাযোগ করতে চাইলে লিখুন এই ঠিকানায় admin@probhat.com
The Copyright Act of Bangladesh protects all contents of this website. Probhat is a website based on Bangla (Bengali) literature and poetry. All contents published on this website are private and intellectual property of the author. Copying, changing, modifying, publishing, printing, duplicating, etc of any content posted on Probhat.com are totally prohibited without written permission by the author. However, sharing on social platforms using the in-site social share buttons is allowed. If you want to contact the administrator of this website/blog, please write an email to admin@probhat.com